ঈদের ১ দিন পরই সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টিকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী একটি পিকআপ ভ্যান ও মানিকগঞ্জগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনে থাকা তিন জনের ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও জানান, ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যান। পরিবহন দুটি আটক করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
(Article written by MD Shafiq)
কোন মন্তব্য নেই
My humble request to all is that please do not send any kind of spam message and do not give any kind of link.
Greetings, love and congratulations to all.