• ব্রেকিং নিউজ

    জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা।


    ""করোনাভাইরাস মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় বিশ্ব এক ‘প্রজন্মগত বিপর্যয়ের’ মুখে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ।""


    মঙ্গলবার (০৪ আগস্ট) ভিডিও কনফারেন্সে জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের "শ্রেণীকক্ষে নিরাপদভাবে ফিরিয়ে নেওয়াই হবে এখনকার শীর্ষ অগ্রাধিকার।"
    গুতেরেজ  বলেন,"করোনা মহামারীর কারণে ১৬০টি দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যার ফলে প্রায় ১০০ কোটি শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে; অন্তত চার কোটি শিশুর জীবন থেকে প্রি-স্কুল হারিয়ে গেছে।"


    জাতিসংঘ মহাসচিব বলেন, "করোনাভাইরাসের সংক্রমণ যখন নিয়ন্ত্রণে আসবে তখন শিক্ষার্থীদের যতটা সম্ভব নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনা অন্যতম প্রধান কাজ।" 



                                                                               (Article written by Mehbuba Islam Sucona)

    কোন মন্তব্য নেই

    My humble request to all is that please do not send any kind of spam message and do not give any kind of link.
    Greetings, love and congratulations to all.